
প্রকাশিত: Wed, Dec 14, 2022 2:47 PM আপডেট: Tue, Apr 29, 2025 5:13 AM
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি চালকের আসনে নেই ভারত
এল আর বাদল: শেষ বিকেলে দু’দুটি উইকেট শিকার করে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলেন স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়ে দিন শেষে ২৭৮ রান করেছে ভারত। শুরুতে পর পর উইকেট হারালেও ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন শ্রেয়স আয়ার এবং চেতেশ্বর পুজারা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিন শেষে ভারতের স্কোর ২৭৮/৬। দিনের শেষ বলে আউট হন অক্ষর প্যাটেল। ৮২ রান করে অপরাজিত রইলেন শ্রেয়স। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
ভারতীয় দলের দুই ওপেনার লোকেশ রাহুল এবং শুভমন গিল বড় রান করতে পারেননি। রান পাননি কোহলিও। ৪৮ রানে ৩ উইকেট হারানো ভারতকে রানে ফেরান ঋষভ পন্থ। ৪৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। অফসাইডের বাইরের বল মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল চলে আসে ভিতরে। বল উইকেটে লেগে বেল পড়ে যায়। বোল্ড হয়ে যান পন্থ। তিনি ফিরলেও ভারতকে নিরাপদ রানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন সহ-অধিনায়ক পুজারা। তার সঙ্গী হন শ্রেয়স। পুজারা এবং শ্রেয়স মিলে ১৪৯ রানের জুটি গড়েন। ৯০ রান করে আউট হন পুজারা। মাত্র ১০ রানের জন্য শতরান হাতছাড়া হল পুজারার। ২০৩ বলে ৯০ রান করেন তিনি। ভারত যখন পর পর উইকেট হারাচ্ছিল, তখন দলের হাল ধরেন পুজারা। তার উইকেট নেন তাইজুল। দিনের শেষ বলে এলবিডবিøউ হন অক্ষর পটেল। ভারতীয় অলরাউন্ডার ১৪ রান করে সাজঘরে ফেরেন। সেই সঙ্গে দিনের খেলাও শেষ হয়ে যায়।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। চোটের কারণে এই ম্যাচে না খেলা রোহিত শর্মার জায়গায় ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
বাংলাদেশের হয়ে তাইজুল ছাড়াও উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। এক দিনের সিরিজে তিনি ভারতের ঘাতক হয়ে উঠেছিলেন। এদিন পন্থ এবং অক্ষরের উইকেট নেন তিনি। খালেদ আহমেদ একটি উইকেট নেন। রাহুলকে বোল্ড করেন তিনি। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
